চট্টগ্রাম জেলার সর্ব দক্ষিনে পাহাড়ঘেরা বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ লোহাগাড়া উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি, শিক্ষা, ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই উপজেলা প্রাণিসম্পদ একটি সম্ভাবনাময় খাত। আত্মকর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, আমিষ জাতীয় খাদ্যের যোগান বৃদ্ধির জন্য নিরলসভাবে লোহাগাড়া উপজেলা কাজ করে যাচ্ছে । এই উপজেলায় দেশ ডেইরি, কে. টি. এন, বাহার, আলিফ এগ্রোর মত বাংলাদেশে নেতৃত্বদানকারী খামার গড়ে উঠেছে। অধিবাসির অনেকেই গবাদি পশুরখামার স্থাপন, ছাগল পালন, হাঁস-মুরগীর খামার প্রতিষ্ঠানকে অর্থনৈতিক আয় ও জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। প্রাণিসম্পদ বিভাগ এই উপজেলায় জনসাধারণকে সম্পৃক্ত করে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লোহাগাড়া, চট্টগ্রাম অতীতের ধারাবাহিকতায় আগামী দিনে ও জনমানুষকে অধিকতর মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে নিরাপদ দুধ ,ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধিতে এ দপ্তর অঙ্গীকারবদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস