Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

দুধ-ডিম-মাংস উৎপাদন বৃদ্ধিতে গবাদিপশু ও পোল্ট্রি খামার স্থাপনে কারিগরি সহায়তা, খামারি প্রশিক্ষণ, জাতন্নয়নের লক্ষ্যে গরু-মহিষের কৃত্রিম প্রজনন, গবাদিপশুর টিকাদান, পোল্ট্রির টিকাদান, অসুস্থ গবাদিপশুর চিকিৎসা, অসুস্থ পোল্ট্রির চিকিৎসা, পোষাপ্রাণির চিকিৎসা, খামার নিবন্ধন ও নবায়ন, পশুখাদ্য বিক্রেতা লাইসেন্স/ নবায়ন, মাংস প্রক্রিয়াকারী স্থাপনা লাইসেন্স/ নবায়ন, নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতে প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা, ক্যাম্পাস নার্সারি হতে উচ্চফলনশীল ঘাসের কাটিং বিতরণ, অসুস্থ পশু ও পোল্ট্রির চিকিৎসায় জরুরি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবা প্রভৃতি।